বিশ্বের ছয়টি বিধ্বংসী ঘূর্ণিঝড় সম্পর্কে কিছু তথ্য

ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি একটি ভয়াবহ দুর্যোগ; ঘূর্ণিঝড় এমন একটি দুর্যোগ যা পৃথিবীতে হানা দিলে বহু মানুষ এর কবলে পড়ে মারা যায়। এমনকি অনেক ক্ষতিগ্রস্তের শিকার হয়ে থাকে। তেমনি একটি ঝড় হচ্ছে সাইক্লোন ।


সাইক্লোন বা ঘূর্ণিঝড় এক নিমেষের মধ্যে আমাদের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে কেউ পড়ে গেলে তাদের মৃত্যু অনিবার্য। 

সাম্প্রতিক সময়ের মধ্যে আইলা, আমফান, ফণী, ইয়াসের মত কিছু ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি  হতে হয়েছিল। যাতে বহু মানুষ প্রাণও হারিয়েছেন তাদের অনেকেই ভিটেমাটি ছাড়া হয়েছে। কিন্তু আপনি কি জানেন, ইতিহাসে এর থেকে অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছিল। প্রকৃতির বিধ্বংসী রূপ দেখেছিল বহু মানুষ। 


বিশ্বের ছয়টি মারাত্মক ঝড় সম্পর্কে জেনে নিন


TYPHOON IDA; বিশ্বের ছয়টি মারাত্মক ঝড়ের মধ্যে একটি হচ্ছে Typhoon Ida।যা ।১৯৫৪ সালে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে তৈরি জাপানে প্রভাবিত হয়। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার আর সর্বোচ্চ এক মিনিটের গতি ছিল ৩২৫ কিলোমিটার। এই ঝড়ের ফলে জাপানে পাঁচ কোটি  মানুষ তাদের বাসস্থান হারায়। এমনকি বহু মানুষের খোঁজ মেলে নি ভারী বৃষ্টির  জন্য। ফলে সমস্ত শহর জলের নিচে চলে যায় প্রায় ২০০০ মানুষ মারা যায় এই ভয়ংকর ঘূর্ণিঝড়ের প্রকবে পড়ে। 

আরো পড়ুনঃ ঘূর্ণিঝড় মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত

TYPHOON REETA: টাইফুন রিটা নামক এই ঝড়টি ১৯৭৮ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগর এ তৈরি হয়। টাইফুন রিটা এই ঝড়টি প্রবাহিত হয়েছিল ফিলিপিনসে। আর এই ঝড়ের গতিবেগ ছিল  ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এক মিনিটের জন্য এর গতি  সর্বোচ্চ ২৮০ কিলোমিটার প্রতি  ঘন্টায় পৌঁছায়। টাইফুন রিটা নামক এই ঝড়ের প্রকপে প্রায় পঞ্চাশ হাজারের বেশি ঘরবাড়ি  ধুলিচ্ছাস হয়ে যায়। এর ফলে অনেক মানুষ ঘর ছাড়া হয়ে যায়। এছাড়াও বহু মানুষের মৃত্যু হয় এই ঝড়ের কারনে। 


TYPHOON IRMAA: বিধ্বংসী নামক ভয়াবহ ঝড়ের মধ্যে আরেকটি হচ্ছে টাইফুন ইরমা। এই ঝড়টি উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি।এই ঝড়ের গতি ছিল গড়ে  ২৩০ কিলোমিটার আর এর সর্বোচ্চ গতি ছিল ২৮৫ কিলোমিটার কিছু উপকূলীয় অঞ্চলে এর হালকা প্রভাব পড়ে ছিল। 


TYPHOON JUNE: ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হচ্ছে টাইফুন জুন। প্রশান্ত মহাসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ২৯৮ কিলোমিটার কিন্তু এই ঝড় কোনো দিক দিয়ে প্রবাহিত হয়নি যার ফলে তেমন কোনো ক্ষতির মুখে পড়তে হয়নি। 


TYPHOON TIP: ১৯৭৯ সালে টাইফুন টিপ নামক এই ঝড়টি হয়েছিল। প্রশান্ত মহাসাগরে এই ঝড়টি সৃষ্টি হয় এবং ফিলিপিন ও জাপানে প্রবাহিত হয়। টাইফুন টিপ এই ঝড়ের গতিবেগ ছিল  ২৬৯ কিলোমিটার এক মিনিটে এই ঝড়ের গতি ছিল সর্বোচ্চ ৩০৫ কিলোমিটার। এতে প্রায় দুই হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। 


TYPHOON NANCY: ইতিহাসে হওয়া আরও একটি ভয়াবহ ঘূর্ণিঝড় হচ্ছে টাইফুন ন্যান্সি। এটি ১৯৬১ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয়। এবং জাপা্নে প্রবাহিত হয় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এক মিনিটে এর গতিবেগ পৌঁছায় ৩৪৫ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের কবলে প্রায় ১২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। এমনকি বহু মানুষ এই ঘূর্ণিঝড়ের পরে মারা যায়।


সুতরাং  মানুষের জীবনে ঘটে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় অনেক বিপদজনক একটি ঝড়। এটি প্রকবের ফলে বহু মানুষের জীবন প্রাণহীন হয়েছিল। বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছিল এমনকি অনেক ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছিল এই ঝড়ের কবলে পড়ে।  তাই এই ঝড় ভয়াবহ দুর্যোগের মধ্যে অন্যতম একটি দুর্যোগ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url